Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চরশাহী মাইজ্জা হুজুর বাড়ীর জামে মসজিদ
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
মসজিদ
প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
চরশাহী ইউনিয়ন, ২নং ওয়ার্ড
ইতিহাস
<div class="field-items"><div class="field-item odd">চরশাহী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স গেইট থেকে রিক্সা যোগে কিছুদুর পরই মরহুম মাইজ্জা হুজুরের ইছালে চাওয়াব মাহফিল । ভাড়ার হার- ১০ টাকা। (রিক্সা যোগে)</div></div><p>মরহুম মাকলুকুর রহমান মাইজ্জ হুজুর ১৮৮২ সালে চরশাহী গ্রামের মরহুম বুড়া মৌলভী সাহেবের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মাওঃ আব্দুল হামিদ খান। মাতার নাম মরহুমা উম্মে কুলছুম। ১৯৭২ সালে ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নইলাইতে রাযেউন। (১৯৫০ সাল হইতে মরহুম মাইজ্জা হুজুরের নামে ওনার বাড়িতে এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে তিন দিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। অত্র ইউনিয়নের বুজুর্গানেদ্বীন মরহুম মাইজ্জা হুজুরের ব্যাপক পরিচিতি এবং সুনাম ছিল। এখনো ওনার নামে অনেক লোক মাজারে এসে বিভিন্ন ভাবে তেলওয়াত করার মাধ্যমে ওনাকে শ্রদ্ধার সাথে ন্মরণ করেন। এবং পরম করুণানময় আল্লাহর নিকট ওনার জন্য দোয়া করেন। জীবিত অবস্থায় মরহুম মাইজ্জা হুজুর অনেক অলৌকিক জ্ঞানের অধিকারী ছিলেন, যাহা অত্র ইউনিয়নের বাসিন্দা ছাড়া ও বিভিন্ন ইউনিয়নের জনগণ অবগত আছেন।</p>